×

The Founder



শংকর তালুকদার ১৯৮২ সালের ৭ই জানুয়ারি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের এতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্ম। পিতা: মাখন লাল তালুকদার ও মাতা: চন্দ কলা তালুকদার। ছয় ভাইবোনের মধ্যে শংকর তালুকদার সর্বকনিষ্ঠ। ছোট বেলা থেকেই তার যোগ ও অতিন্দ্রিয় শক্তির প্রতি গভীর অনুরাগ পরিলক্ষিত হয় । 


মাত্র আট বছর বয়সে ১৯৯০ সালে আনন্দমার্গ প্রচারক সংঘের সবত্যাগী সন্ন্যাসী আচার্য সৌরেশ্বানন্দ অবধূত এর নিকট থেকে আনন্দমার্গ/রাজাধীরাজ (অস্টাঙ্গিক) যোগ সাধনার দীক্ষা গ্রহণ করেন । তিনি যোগাচার্য সুমিত্রানন্দ অবধুত, আচার্য জগ্ধমিত্রানন্দ অবধূত, আচার্য সুজিতানন্দ অবধূত এবং বর্তমানে আচার্য ব্রজেশরানন্দ অবধূত যোগী সন্ম্যাসীর তত্ত্বাবধানে রাজাধীরাজ যোগের প্রশিক্ষণ ও অনুশীলন অব্যাহত রেখেছেন।


এছাড়াও তিনি দেশে-বিদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে যোগের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি S-vyasa Yoga Uniersity সহ বিভিন্ন আন্তর্জাতিক যোগ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন ৷


তিনি ভারতের বৈদিক যোগ পীর্ঠ, কলকাতা থেকে ২০২১ সালে গুরু পূর্নিমায় মাষ্টার অব ইয়োগা (যোগাচার্য) উপাধি লাভ করেন। তিনি ২০২৩ সালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের বৈদিক যোগ পীর্ঠ ট্রাষ্ট কর্তৃক প্রতিষ্ঠিত বৈদিক বিশ্ব বিদ্যাপিঠ কর্তৃক সন্মান সূচক ডক্টর অব ইয়োগা এন্ড স্প্রিচুয়ালিটি লাভ করেন।


তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন যোগের সিদ্ধ পীত্ঠ স্থান ভ্রমণ করেন এবং যোগ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সাগ্রে কাজ করছেন। উল্লেখ্য যোগকে রাষ্ট্রীয় পর্যায়ে পাঠ্যপুস্তকে ও শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার জন্য ২০১৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে লিধিত ভাবে আবেদন করেন।


সে বাস্তবসম্মত যোগচর্চা, গবেষণা, প্রচার ও প্রকাশনার লক্ষ্যে ২০১০ সালে শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ২০১৩ সালে বাংলাদেশের প্রথম আনন্দ যোগ ও ওয়েলনেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক ভাবে যোগচচার সুযোগ তৈরি করে সাধারণ মানুষকে বিনামুল্যে যোগের প্রশিক্ষণ ও সেবা প্রদান করছেন। তিনি বাংলাদেশ যোগ সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশে যোগের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন।

Sankar Talukder

Facebook 

×

নিয়মিত যোগব্যায়াম করুন

জীবন কে সুন্দরভাবে গড়ে তুলতে, ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ থেকে নিজেকে সুস্থ্য রাখতে নিয়মিত যোগানুশীলন করা আবশ্যক